ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান রাজকলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে৷
ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধরের প্রতিবাদে বর্ধমান থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা৷
জানা গেছে, শনিবার সকালে বর্ধমান পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শেখ বসিরউদ্দিন আহমেদ ওরফে বাদসা বর্ধমান রাজকলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারকেশ্বর মণ্ডলকে বেধড়ক মারধর করেন৷ তৃণমূল নেতার মারে গুরুতর জখম হন তিনি৷
ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে শিক্ষার্থীরা৷ এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে৷ অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন