বিধানসভা ভোটের মূল পর্বের প্রচার শুরুর আগে তৃণমূলের মেগা ইভেন্ট হয়ে উঠতে চলেছে বর্ধিত সাধারণ পরিষদের সভা৷
আজ শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের এই সভা প্রায় সম্মেলনের আকার নেবে৷
কারণ, এই সভায় মমতার ভোট-বার্তা শুনতে আসছেন রাজ্যের বাছাই করা তৃণমূল নেতারা৷ তাঁদের প্রত্যাশা, দলনেত্রী আজই তাঁদের ভোটের মহড়ায় নামার নির্দেশ দিয়ে ভোটের সেনাপতিদের চিহ্নিত করে দেবেন৷ বিধানসভায় বিরোধীদের লিখিত বা অলিখিত সমঝোতার মোকাবিলায় বিকল্প পথ কী হতে পারে, মমতার বক্তৃতায় সেই দিশা খুঁজছে তাঁর দল৷
সারা রাজ্য থেকে আসা প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে বুঝতে চাইবেন, দল সম্পূর্ণ একার শক্তিতেই লড়বে নাকি কংগ্রেসকে আরও একবার বাজিয়ে দেখার রাস্তা খোলা থাকছে৷
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন