গোমাংস খাওয়ার অভিযোগে ভারতে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে তা শুধু অসহিষ্ণুতা নয়, এটা জঘন্যতম অপরাধ- এমনটাই জানালেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
তসলিমা জানান, ‘সব জায়গাতেই কিছু অসহিষ্ণু মানুষ আছেন এবং কড়া আইনের ফলে এই অসহিষ্ণুতা মাথা চাড়া দেয় না। তবে এদেশে (ভারত) বহু ধর্ম নিরপেক্ষ শক্তি এই অসহিষ্ণুতার বিরুদ্ধে সরব হয়েছে, প্রতিবাদ করেছে যেটা খুবই ভাল দিক’।
দক্ষিণ ভারতের একটি মালয়ালাম বৈদ্যুতিন গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে।
গত বছরের শেষের দিকে উত্তরপ্রদেশের দাদরিতে গোমাংস খাওয়ার গুজব ছড়িয়ে এক মুসলিম ব্যক্তিকে হত্যা করার ঘটনার নিন্দা করে তসলিমা জানান, ‘গোমাংস খাওয়ার ঘটনায় মানুষের মৃত্যুর ঘটনা অসহিষ্ণুতা নয়, এটা জঘন্যতম অপরাধ। এটা বন্ধ হওয়া উচিত’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান ভারতের নাগরিকত্ব পেতে চান কি সে ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে বিশিষ্ট এই লেখিকা বলেন, ‘আমি মনে করি ভারত সরকার ‘নিরপেক্ষ ও ধর্মনিরপেক্ষ। আমাকে যদি এদেশে থাকার অনুমতি দেওয়া হয় তবে আমি বেশি খুশি হবো। সম্প্রতি পাকিস্তানি গায়ক আদনান সামীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ঘটনাকেও ‘শুভ লক্ষণ’ বলে উল্লেখ করেন তসলিমা।
বিডি-প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা