ভোটের আগে আগে তৃণমূল নেতা মুকুল রায়ের দায়িত্ব বাড়ল। তাকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। গত বছর জানুয়ারিতে সিবিআই-এর কাছে হাজিরা দেয়ার পর একে একে দলের সব পদ খোয়ান মুকুল। তিনি নতুন দল তৈরি করছেন বলেও জল্পনা ছড়ায়। খবর জি২৪।
সংসদের শীতকালীন অধিবেশন চলার সময় মুকুল রায়ের সঙ্গে দলের দূরত্ব ফের কমতে শুরু করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হয়ে উত্তরবঙ্গেও যান তিনি। দলের মুলস্রোতে ফিরলেও মুকুল রায়কে কী পদ দেওয়া হবে তা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছিল নানা জল্পনা। শেষপর্যন্ত নির্বাচনের আগে দলের সহ-সভাপতির দায়িত্ব পেলেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা