ভোটের আগে ইমেজ নিয়ে আপস করতে রাজি নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেপরোয়া মন্তব্য করায় চব্বিশ ঘণ্টা পার হবার আগেই ক্ষমা চাইতে বললেন মণিরুল ইসলামকে। খবর জি নিউজের।
গতকাল শনিবার কালীঘাটে কলকাতা জেলার নেতাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন বিরোধী জোট সম্ভাবনাকে বিশেষ আমল দিচ্ছেন না তিনি। মমতা বলেন, 'নির্বাচনে জোট ঘোঁট আমাদের বিড়ম্বনা নয়। আমরা যথেষ্ট কাজ করেছি'।
এছাড়া গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ফের একবার কড়াবার্তা দিলেন মুখ্যমন্ত্রী। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি সতর্ক করেছেন দুই মন্ত্রী সাধন পাণ্ডে, শশী পাঁজা এবং বিধায়ক পরেশ পালকে। কাশীপুরে আনোয়ার ও স্বপন চক্রবর্তীকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ধমক খেয়েছেন বিধায়ক মালা সাহা। ইমেজ রক্ষার পাশাপাশি, ইমেজ বিল্ডিংয়েও নজর মুখ্যমন্ত্রীর। জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন জনসংযোগ বাড়াতে।
বিডি-প্রতিদিন/ ২১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা