অসহিষ্ণুতা এবং একের পর এক নানারকম বিতর্কে উত্তাল ভারত। ঠিক এরকম সময়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, "সারা দুনিয়া যখন বলছে নিজে বাঁচো এবং অন্যকে বাঁচতে দাও। সেই ভাবনা থেকে এক কদম এগিয়ে আছে ভারত। এদেশের চিন্তাধারা শুধু নিজেরা বাঁচলেই হবে না। জীবনধারণে যে অক্ষম, তাকেও সাহায্য করতে হবে।" নেতাজি ইন্ডোরে গৌড়ীয় মঠের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এদিন ৯টার দিকে বিমানবন্দরে পৌঁছেন মোদি। তার আগে পৌনে ৯টায় পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। । মোদির সঙ্গে দেখা করার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী। আলাদা করে বৈঠক না হলেও বিমানবন্দরেই প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় মুখ্যমন্ত্রীর।
জানা যায়, প্রশাসনিক বিষয়ে কথা হয় দুজনের। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিসের ডিজি। এবারই প্রথম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে গেলেন মুখ্যমন্ত্রী।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা