কয়েকদিনের ভ্যাপসা গরমের পর গতকাল সন্ধ্যার পর থেকে বাংলাদেশের কোথাও কোথাও ঝড়-বৃষ্টি হয়েছে। কলকাতায় বৃষ্টি নেমেছে বুধবার ভোরে। আপাতত গরম থেকে অব্যাহতি পেল নগরবাসী।
ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস উঠে যাওয়ায় এই গরম কবে যাবে তা নিয়ে ব্যাপক অালোচনা হচ্ছিল। আবহাওয়াবিদরা জানান, ঘুর্ণাবর্তের জেরে বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। বাদ যায়নি কলকাতাও।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা