তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে পশ্চিম খাঁ পুকুর সিএমডি প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার পশ্চিমবঙ্গের হুগলির ভদ্রেশ্বরে এ ঘটনা ঘটে। খবর ২৪ঘণ্টার।
ওই ছাত্রী বাসায় ফিরে পরিবারের কাছে বিষয়টি জানায়। একথা জানতে পেরে তারা অভিযোগ জানাতে যান প্রধান শিক্ষককে। সেখানেই শুরু হয় কথা কাটাকাটি।
এরপর ঘটনাস্থলে পৌছায় পুলিশ। অভিযুক্ত শিক্ষককে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকেন গ্রামবাসীরা। সেই ঢিলই এসে পড়ে পুলিশের গাড়িতে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। তবে আশার কথা অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব