জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
শুক্রবার আসিফ আহমেদ নামে ওই ব্যক্তিকে কলকাতা থেকে আটক করে তারা।
এনআইএ সূত্রে খবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাঁকসা’র বাসিন্দা আসিফ একটি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। আটক আসিফকে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকে অবস্থিত এনআইএ’এর আঞ্চলিক কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আইএস এর সাথে তাঁর কি সম্পর্ক আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
নাম না জানানোর শর্তে এনআইএ’র কর্মকর্তা জানিয়েছেন ‘আমরা তাকে (আসিফ) জিজ্ঞাসাবাদ করছি এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারা প্রয়োগ করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন