পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় ক্রুড বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বীরভূমের শিবপুর গ্রামের একটি কুঁড়েঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
জেলার সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ মুকেশ কুমার বলেন, বিস্ফোরণের পর ওই কুঁড়েঘর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতাবস্থায় উদ্ধার করা হয় আরও একজনকে। বিস্ফোরণের পর ক্রুড বোমা বানানোর জন্য ঘরটিতে রাখা সরঞ্জামাদি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত হয়নি।
কারা সেখানে বোমা বানাচ্ছিল সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ