পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শনিবার প্রার্থীতালিকা প্রকাশ করতে পারেন বলে জানা গেছে। একদিকে রাজ্য কংগ্রেসের নেতাদের সিপিএম তথা বামদের সঙ্গে জোট বা আসন-সমঝোতার দিকে এগিয়ে যাওয়া। অন্যদিকে, তৃণমূলের তরফে সেই সমঝোতাকে নাকচ করার ক্রমান্বয়ে চেষ্টা। সব মিলিয়ে রাজ্যের জোট-নাটক ক্রমশ জমে উঠেছে। খবর এবেলা।
রবিবার দলীয় কর্মীসভায় তৃণমূল সংসদ সদ্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সংসদভবনে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তাকে বলেছিলেন, সিপিএমের সঙ্গে কংগ্রেসের কোনো জোট হচ্ছে বলে তার জানা নেই। সোমবার ঘনিষ্ঠমহলে সুদীপ জানিয়েছেন, এদিন লোকসভায় যাওয়ার আগে সোনিয়া তাকে বলেছেন, কর্মীসভায় সুদীপ ঠিকই বলেছেন! অর্থাৎ কংগ্রেসের সঙ্গে সিপিএম বা বামদের কোনো জোট হচ্ছে না।
সুদীপ ঘনিষ্ঠদের দাবি, এদিন বাজেট বক্তৃতার আগে লোকসভায় ঢোকার মুখে সুদীপ যখন হাজিরা খাতায় সই করছিলেন, তখন সোনিয়া তার পাশে এসে দাঁড়ান। সুদীপ সৌজন্যবশত সরে দাঁড়ালে সোনিয়া তাকে বলেন, তিনি সই করতে আসেননি। তিনি এসেছেন সুদীপের কাছ থেকে যাচাই করতে যে, তিনি রবিবার দলের কর্মীসভায় তার সঙ্গে কথোপকথনের বিষয়ে কিছু বলেছেন কি না। সুদীপের ইতিবাচক জবাব শোনার পর সোনিয়া তৃণমূলের সংসদ সদস্যদের বলেন, সুদীপ তার সঙ্গে কথোপকথনের বিষয়টি হুবহুই প্রকাশ্যে বলেছেন।
এদিকে, এদিনের কথোপকথনের প্রসঙ্গ প্রকাশ্যে এনে তৃণমূল শিবির এটাই প্রমাণের চেষ্টা করছে যে, সোনিয়া আদৌ সিপিএমের সঙ্গে জোটের বিষয়টি জানেন না। সোনিয়া এবং রাহুল গান্ধীর মধ্যে জোট নিয়ে 'মতপার্থক্য' রয়েছে। পাশাপাশি তৃণমূল সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন যে, কংগ্রেস হাইকম্যান্ড জোটের বিষয়ে কিছু জানে না! কল্যাণের কথায়, তিনি কংগ্রেসের সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে সংসদে স্বাধিকারভঙ্গের প্রস্তাবে তৃণমূল সামিল হবে না কারণ, পশ্চিমবঙ্গে কংগ্রেস-সিপিএম জোট হচ্ছে। কল্যাণের বক্তব্য, সিন্ধিয়া তাকে বলেছেন, তিনি ওই জোটের বিষয়ে কিছুই জানেন না!
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৬/ রশিদা