বিধানসভা ভোটে কংগ্রেসের হাত ধরা নিয়ে ঘরোয়া বিবাদ অনেকটা সামলে নিলেও বামফ্রন্টে বড় ধরনের প্রতিরোধের মুখে পড়ে গেল সিপিএম। তা নিয়ে বিবাদ প্রকাশ্যে চলে এল মঙ্গলবার৷
আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে আরএসপির রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী প্রশ্ন তোলেন, আমরা কী করে কংগ্রেসের হাত ধরতে পারি? কংগ্রেস ও বিজেপি তো একই মুদ্রার এপিঠ -ওপিঠ৷
তাঁর অভিযোগ, শরিকদের অন্ধকারে রেখে সিপিএম কংগ্রেসের সঙ্গে আসন বোঝাপড়া করে নিচ্ছে৷ ক্ষিতিবাবুর এই অভিযোগ খণ্ডন করতে রাতেই আসরে নামেন সিপিএম নেতা গৌতম দেব, দলকে কংগ্রেসের হাত ধরতে যিনি সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছেন৷
কামারহাটিতে কর্মিসভার শেষে রাজ্যের প্রাক্তন আবাসনমন্ত্রী আরএসপি রাজ্য সম্পাদকের অভিযোগের জবাবে বলেন, 'বিমানদা (বামফ্রন্ট চেয়ারম্যান) ও রকম মানুষ নন৷ উনি বারেবারে বামফ্রন্টে আলোচনা করেছেন৷ এখন এ সব কথা বলার মানে কী?'
গৌতমবাবুর বক্তব্য, 'রাজ্য থেকে তৃণমূল এবং দেশ থেকে বিজেপিকে হঠাতে কংগ্রেসের হাত ধরতে হচ্ছে৷ আমরাও যে এই জোট মন থেকে মেনে নিতে পারছি, তা নয়৷ কিন্তু দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে মানতে হচ্ছে৷ 'রাতেই এর জবাব দেন ক্ষিতি৷ বলেন, 'কংগ্রেসকে পাশে নিয়ে দেশের মঙ্গল হবে, এ অবাস্তব ভাবনা৷ বারেবারেই দেখা গেছে, কংগ্রেস বিশ্বাসঘাতকতা করে৷
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন