ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন-২০১৬ এর প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। শুক্রবার বিকেল ৩টার দিকে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণার এক ঘন্টার মধ্যেই কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাসভবন থেকে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে এই প্রার্থী তালিকা ঘোষনা করেন মমতা।
সংবাদ সম্মেলনে মমতা বলেন, ২৯৪টি আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একাই লড়বে। এবারের নির্বাচনে বেশ কয়েকটি নতুন মুখ আনা হয়েছে।
গত বারের মতো এবারেও সরকারি আমলা, অভিনেতা, খেলোয়াড় নির্বাচনী ময়দানে নামিয়ে বড় চমক দিলেন মমতা। বাঁকুড়ার বড়জোড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্র অভিনেতা সোহম, চৌরঙ্গী থেকে অভিনেত্রী নয়না বন্দোপাধ্যায়, হাওড়া উত্তর কেন্দ্রে সাবেক ভারতীয় ক্রিকেটার লক্ষীরতন শুক্লা, বালি কেন্দ্র থেকে বিসিসিআই’এর সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া, ভাঙড় কেন্দ্রে সিপিআইএম থেকে তৃণমূলে যোগ দেওয়া রেজ্জাক মোল্লা, পান্ডুয়া খেকে সাবেক ভারতীয় ফুটবলার রহিম নবি, শিলিগুড়ি থেকে আরেক সাবেক ফুটবলার বাইচুং ভুটিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল কারাগারে থেকেই এবারের বিধানসভা নির্বাচনে লড়বেন রাজ্যের সাবেক পরিবহনমন্ত্রী মদন মিত্র। তিনি তাঁর পুরোনো কেন্দ্র উত্তরচব্বিশ পরগনা জেলার কামারহাটি থেকেই প্রার্থী হচ্ছেন। ভুঁইফোঁড় অর্থলগ্নীকারী সংস্থা সারদার আর্থিক কেলেঙ্কারির জেরে বর্তমানে কারাগারে আছেন এই মন্ত্রী।
একইসঙ্গে কয়েকজনের আসন বদল করা হয়েছে। যার মধ্যে মন্ত্রী সৌমেন মহাপাত্র আছেন। তবে এবারের নির্বাচনের তৃণমূলের টিকিট পাননি সাবেক আইপিএস পুলিশ অফিসার সুলতান সিং এবং কেপিসিং দেও।
এবারের প্রার্থী তালিকায় নারী ও সংখ্যালঘুকে গুরুত্ব দেওয়া হয়েছে। গতবারের তুলনায় এবার নারী প্রার্থীর সংখ্য বেড়ে হয়েছে ৪৫ জন। অন্যদিকে সংখ্যালঘু গতবছরের ৩৮ থেকে এবার ৫৭ করা হয়েছে।
তবে পাঁচ রাজ্যে ভোটের তফসিল প্রকাশ নিয়ে এদিন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। কেরল, তামিলনাড়ুতে এক দফা এবং অসমে দুই দফার ভোট হলেও পশ্চিমবঙ্গে ছয় দফার ভোট নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী। পশ্চিমবঙ্গের প্রতি বৈমাত্রিসূলভ আচরণ করা হচ্ছে বলেও এদিন অভিযোগ তোলেন মমতা। বাম-কংগ্রেস-বিজেপি ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ মমতার।
প্রসঙ্গত, আগামী ৪ এপ্রিল প্রথম দফায় ভোট শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। মোট ছয় দফায় এই নির্বাচন চলবে আগামী ৫ মে পর্যন্ত। ভোট গণনা আগামী ১৯ মে।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৬/মাহবুব