ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে চাপ ও হয়রানির কারণেই তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায় নিজ দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন বলে দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও দলটির প্রধান মমতা ব্যানার্জীর। তৃণমূল কংগ্রেস ও মুকুল রায়ের মধ্যে দূরত্বের নেপথ্যে কারণ কী এমন এক প্রশ্নের জবাবে এ দাবি করেন মমতা। গতকাল স্থানীয় এক টিভি চ্যানেলকে একথা বলেন তিনি। খবর আইএএনএস'র
আলোচিত সারদা কেলেঙ্কারির সঙ্গে যোগসাজশ রয়েছে এমন সন্দেহে গত বছরের জানুয়ারিতে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ও দলটির নির্বাচনী সফলতার কারিগর হিসেবে বিবেচনা করা হয় মি. রায়কে।
মি. রায় ও নিজ দলের মধ্যকার দূরত্ব প্রসঙ্গে মমতা ব্যানার্জী বলেন, 'বিজেপি তাকে বিরক্ত করেছে, আমরা নই। এটা ঠিক নয়। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে।' তবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মুকুলের বড় ধরনের সম্পর্কচ্ছেদের কথা নাকচ করেন মিস ব্যানার্জী।
সারদা কেলেঙ্কারির পর সাবেক রেলমন্ত্রী মুকুল রায়কে তৃণমূল কংগ্রেসের সব ধরনের পদপদবি থেকে বাদ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/৫ মার্চ ২০১৬/শরীফ