ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজারের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার। সেখানে তিনি বলেছেন, দলে কাঁকড়ার কামড় খেয়েছি, তবে মলমও রয়েছে। তিনি বলেন, জনসমর্থন ‘মলম’-এর মতো কাজ করে। ভরিয়ে দেয় সব ক্ষতস্থান।
সাক্ষাৎকারে রূপা একবারও রাহুল সিংহের নাম নেননি। বলেননি বাবুল সুপ্রিয়র কথা। তিনি শুধু বলেছেন, ‘‘কোন দলে কাঁকড়া নেই? সব দলেই রয়েছে। তা হলে আমার দলে তা থাকবে না কেন! আছে। কামড়ও খেয়েছি (হাসতে হাসতে)। আবার আমার সঙ্গে মলমও রয়েছে সেই কামড় তাড়াতাড়ি সারিয়ে নেওয়ার। সেই মলম হল জনসমর্থন। আমার সঙ্গে এখনই চার লক্ষ মানুষের সমর্থন রয়েছে। সেটাও কি কিছু কম কথা?’’
শেষ পর্যন্ত কেন তাকে বিজেপির রাজ্য কমিটিতে নেওয়া হল না এমন অস্বস্তিকর প্রশ্নের জবাবে অপ্রস্তুত রূপা বলেন, ‘‘আমি তো খুব বেশি দিন রাজনীতিতে আসেনি। বিজেপিতে এসেছি মাত্র এক বছর আগে। তার আগে কোনও দিন তেমন ভাবে রাজনীতি করি-টরিনি। কিন্তু, বিজেপি দলটাতো অনেক নিয়মকানুন মেনে চলে। তাই আমিও ভাবিনি, এত চট করে দলের রাজ্য কমিটিতে চলে যাবো।’’
বিডি-প্রতিদিন/ ০৭ মার্চ, ২০১৬/ রশিদা