পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে পরিদর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হামলার আশঙ্কায় দেশি-বিদেশি উভয় পরিদর্শকদের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ইতিমধ্যে বিমানবন্দরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। কোনো যানবহন বিমানবন্দরে ঢোকার আগে তা তল্লাশির জন্য থাকবে এন্ট্রি পয়েন্ট। এরপর বিমানবন্দরে ঢুকে যাওয়ার পরও তল্লাশি করবে নিরাপত্তারক্ষীরা। হঠাৎ কেন এতটা করা নিরাপত্তার বন্দোবস্ত করল বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্রের খবর, নিরাপত্তা এজেন্সির কাছে একটি হুমকি মেইল আসার পরই তৎপর হয় কর্তৃপক্ষ।
সূত্র: জি নিউজ
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৬/মাহবুব