পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি'র প্রার্থী হচ্ছেন দেশটির স্বাধীনতা সংগ্রামের অন্যতম সদস্য নেতাজী সুভাষ চন্দ্র বসুর নাতি চন্দ্র বসু।
বুধবার দেশটির মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি এই ঘোষণা দেন।
টাটা স্টীলের সাবেক কর্মকর্তা চন্দ্র বসু গত জানুয়ারী মাসেই বিজেপিতে যোগ দেন। এদিন মমতার বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে তিনি বলেন দলই এব্যাপারে সিদ্ধান্ত নেবে। মমতার বিরুদ্ধে এই লড়াই ব্যক্তিগত নয়, পশ্চিমবঙ্গের উন্নয়নের দাবিতে এই লড়াই হবে’।
তিনি আরও বলেন ‘বামফ্রন্ট ও তৃণমূল মিলিয়ে পশ্চিমবঙ্গে ৩৯ বছর শাসন করেছে। এবার বিজেপি’কেও একবার সুযোগ দেওয়া উচিত’।
ভবানীপুর বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক মমতা। ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্র থেকে উপনির্বাচনে সিপিআইএম প্রার্থীকে অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায়-কে ৫৪২১৩ ভোটে হারিয়েছিলেন মমতা। সেদিক থেকে এবারে এই কেন্দ্রে লড়াইটা একটু শক্ত হবে বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত আগামী ৪ এপ্রিল প্রথম দফায় ভোট শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। মোট ছয় দফায় এই নির্বাচন চলবে আগামী ৫ মে পর্যন্ত। ভোট গণনা আগামী ১৯ মে।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন