পশ্চিমবঙ্গে আসন্ন অ্যাসেমব্লি নির্বাচন সামনে রেখে কংগ্রেস ও সিপিঅাই [এম] জোট গঠন করেছে। এ জোটের মৌলিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। তাই এ জোটকে সমর্থন করা যায় কিনা সে সিদ্ধান্ত তিনি উভয় দলের তৃণমূল কর্মীদের ওপর ছেড়ে দেন। আজ মালদায় এক নির্বাচনী সমাবেশে একথা বলেন মমতা। খবর পিটিঅাই'র
নির্বাচনী সভায় মমতা বলেন, 'আমি কংগ্রেস ও সিপিআই [এম] উভয় দলের তৃণমূল কর্মীদের কাছে জানতে চাই অাপনারা এই নীতিহীন জোটকে সমর্থন দিবেন কিনা।'
অ্যাসেমব্লি নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস একাই নির্বাচনে অংশ নিবে বলেও জানান মমতা। রাজ্যের জনগণ তার সঙ্গে ছিল এবং থাকবেও বলেও তিনি সভায় বলেন।
বিডি-প্রতিদিন/৯ মার্চ ২০১৬/শরীফ