বিশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে কলকাতা বন্দরের চেয়ারম্যান রাজপাল সিং কাঁহালোকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বুধবার রাতে মধ্যে কলকাতার একটি পাঁচতারকা হোটেল থেকে ঘুষ নেওয়ার সময়েই তাঁকে গ্রেফতার করা হয়।
তার সঙ্গে আরো গ্রেফতার করা হয়েছে এক বেসরকারি সংস্থার কর্মকর্তা জগতাপ দত্তাজিকে। নগদ টাকা উদ্ধার করা হয়েছে কলকাতা বন্দরের চেয়ারম্যানের গার্ডের কাছ থেকে।
সূত্রের খবর, তল্লাসি অভিযানের সময় ছিলেন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার অফিসাররা এবং কলকাতা পুলিসের এসটিএফের শীর্ষ অফিসারেরা। গত কয়েকদিন ধরেই তাদের ওপর নজর রাখছিলেন দিল্লির সিবিআই অফিসারেরা। কলকাতায় নজর রাখছিলেন এসটিএফ অফিসারেরা। এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে নিউ মার্কেট থানায়।
দুর্নীতির অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন IAS অফিসার। ২০১১ সালের পয়লা ফেব্রুয়ারি লোহাচূর দুর্নীতিতে গ্রেফতার হন আর এস জামির ও দেবাদিত্য চক্রবর্তী। জামির ছিলেন অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণ নিগমের ডিজি। লৌহ আকরিরক কেনার বরাত নিয়ে ২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ২০১১ সালে চার্জশিট দেয় সিআইডি।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় রবি ইন্দর সিংকে। ২০১০-এর ২৩ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়।
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমে বড়সড় দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় আরেক IAS অফিসারকে। ২০১৩-র নভেম্বরে গ্রেফতার হন কিরণ কুমার গোদালা। তাঁর বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন