'বামফ্রন্ট-কংগ্রেস’ জোটকে ‘রামধনু জোট’ বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতিতে নির্বাচনী প্রচারণা থেকে বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ করে মমতা বলেন, কংগ্রেসকে কং-ধনু, বামফ্রন্টকে বাম-ধনু এবং বাম-কংগ্রেস-বিজেপি’কে একযোগে রামধনু জোট বলে কটাক্ষ করেন তিনি।
বাম-কংগ্রেস জোট নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও এদিন সভার শুরু থেকেই বিরোধীদের তীব্র তোপ দাগেন। মমতা বলেন, এই রামধনু জোট কিছুই করতে পারবে না। তাঁর অভিযোগ, কংগ্রেস তাদের পতাকা বামেদের হাতে তুলে দিয়েছে। এদের একা লড়াই করার কোন ক্ষমতা নেই। আর এই কারণেই অনৈতিক জোট করে ভোটের ময়দানে নামতে হচ্ছে বামফ্রন্ট এবং কংগ্রেসকে। মানুষই এই জোট ভেঙে দেবে বলেও তাঁর বিশ্বাস।
মমতা বলেন, ‘তৃণমূল কংগ্রেস কখনও কারও কাছে আত্মসমর্পণ করেনি। আর সেই কারণেই কংগ্রেস যখন সিপিআইএমের হাতে পতাকা তুলে দিয়েছিল তখন তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন’।
তৃণমূল নেত্রী বলেন, জম্মু-কাশ্মীরের পর বাংলাই একমাত্র রাজ্য যেখানে মালদা, মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যালঘু। তা সত্ত্বেও এখানে কোন সাম্প্রদায়িকতা নেই। সব ধর্মের মানুষ এখানে একসঙ্গে বসবাস করেন।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব