তৃণমূল কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার তিন নম্বর ব্লক সুকনাতোরে এ ঘটনা ঘটে।
আহত চার তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে দ্বারিঘেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কর্মীরাই অস্ত্র নিয়ে সিপিএম কর্মীদের ওপর চড়াও হয় বলে তাদের অভিযোগ।
এঘটনায় দুজন আহত সহ বেশ কয়েকজন সিপিএম কর্মী নিখোঁজ রয়েছে বলে অভিযোগ সিপিএমের।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন