পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে এবার বিক্ষোভ সিপিআইএম’এর পশ্চিমবঙ্গের সদর কার্যালয় আলিমুদ্দিন স্ট্রীটেও। কংগ্রেসের সাথে বামেদের জোট নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
এরইমধ্যে বৃহস্পতিবার বামেদের তরফে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পরই বেশ কিছু জায়গায় প্রার্থী নিয়ে বিক্ষোভ চলছে। উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া কেন্দ্রে জোটের তরফে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রার্থী নূর মহম্মদকে প্রার্থী করানোর পরই বৃহস্পতিবার রাতেই রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন একদল সিপিআইএম কর্মী-সমর্থক।
এরপর শুক্রবার দুপুরেই আলিমুদ্দিন স্ট্রীটে সিপিআইএম’এর সদর কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান কিছু দলীয় কর্মী। ভাটপাড়া কেন্দ্রে আরজেডি প্রার্থী দিলে ওই কেন্দ্রটি হাতছাড়া হবে বলেও অভিযোগ করতে থাকেন তারা। এসময়ই আলিমুদ্দিন থেকে বাসার উদ্যেশ্যে বের হচ্ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দলীয় কর্মীদের বিক্ষোভ দেখে নিজের গাড়িতে ওঠার আগে থমকে দাঁড়ান তিনি।
বিক্ষোভকারীদের উদ্যেশ্যে ধমক দিয়ে এই বাম নেতা বলেন আলিমুদ্দিনের সামনে ভিড় করে কিছু হবে না। এই পার্টিতে এসব করে লাভ হবে না, এই দলে এরকম হবে না। পার্টি অফিসে ভিড় করে লাভ নেই, বাসায় চলে যান। আপনাদের কোন অভিযোগ থাকলে লিখিত ভাবে তা জানান। এরপরই আস্তে আস্তে বিক্ষোভকারীরা চলে যান। পাশাপাশি বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল আলিমুদ্দিনের ভিতরে গিয়ে তাদের দাবি পেশ করেন।
প্রার্থী তালিকা নিয়ে এর আগে রাজ্যটির শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যেও বিক্ষোভ শুরু হয়। রাজ্যটির একাধিক জেলার পাশাপাশি দক্ষিণ কলকাতায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের সদল কার্যালয়েও সেই বিক্ষোভের আাঁচ এসে পড়ে।
প্রসঙ্গত আগামী ৪ এপ্রিল প্রথম দফায় ভোট শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। মোট ছয় দফায় এই নির্বাচন চলবে আগামী ৫ মে পর্যন্ত। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে ভোট গণনা অনুষ্ঠিত হবে ১৯ মে।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন