রাজনীতিতে যোগদানের বিষয়ে তাকে নিয়ে এতোদিন যে জল্পনা চলছিল সেই আলোচনায় পানি ঢেলে দিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (৫৩)। জনপ্রিয় এই অভিনেতা স্পষ্টই জানিয়ে দিলেন, ‘রাজনীতি আমার জন্য নয়, আমি অভিনয়ের জন্য জন্ম নিয়েছি’।
শনিবার সন্ধ্যায় গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ ছবির মিউজিক লঞ্চের উদ্বোধনের ফাঁকে কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান প্রসেনজিৎ। তিনি বলেন, ছবি নির্মাণ, পরিচালনা করা, মানুষকে আনন্দ দেওয়ার ব্যাপারে আমার যে স্বপ্ন ছিল আজকের দিন পর্যন্ত সেই সাধ পূরণ করতে পারিনি। প্রশ্নকর্তাকে প্রসেনজিৎ বলেন, আপনি যদি আমার অসম্পূর্ণ কোনো স্বপ্নের কথা বলেন তবে সেটা হল আমার ছবি। আমি রাজনীতির জন্য জন্মাইনি।
আগামী ৪ এপ্রিল থেকেই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন শুরু হচ্ছে, চলবে ৫ মে পর্যন্ত। এই নির্বাচনেই প্রার্থী হতে পারেন বলে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। সে ব্যাপারেই এদিন প্রশ্ন করা হলে প্রসেনজিৎ বলেঝেন, তার ভক্তরাই এই জল্পনা রটিয়েছে।
যদিও রূপালি পর্দার আঙিনা থেকে রাজনীতির মঞ্চে আসার ঘটনা একেবারে কম নয়। মুনমুন সেন থেকে শুরু করে তাপস পাল, শতাব্দী রায়, চিরঞ্জিত চক্রবর্তী, দীপক অধিকারী (দেব), দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী প্রত্যেকেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। অন্যদিকে মহাভারতের দৌপ্রদী রূপা গাঙ্গুলী এবং লকেট চট্টোপাধ্যায় যোগ দিয়েছেন বিজেপিতে।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৬/ রশিদা