তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বিরোধীরা উন্নয়ন নিয়ে কোনও কথা বলে না। তারা শুধু চক্রান্ত ও কুৎসা করে বেড়ায়। চক্রান্ত কোন কাজে লাগবে না, সত্যের জয় হবেই। যদি কেউ লড়াই করতে চান, রাজনৈতিক ভাবে লড়াই করুন। কুৎসা আর অপপ্রচার করে কিছুই হবে না।
তিনি বুধবার দুপুরে জলপাইগুড়ির নাগরাকাটার ইউরোপিয়ান ক্লাব মাঠের নির্বাচনী জনসভায় একথা বলেন।
বাম-কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কংগ্রেস নিজের ইজ্জত বিক্রি করে দিয়েছে সিপিএমের কাছে। ক্ষমতার লোভে বামেদের সঙ্গে জোট পাকাচ্ছে কংগ্রেস। এটা দেখে দুঃখ হয়। নির্বাচনে এই জোট লাড্ডু পাবে। তৃণমূল এবার ডবল ভোট পাবে।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ ১৬/ সালাহ উদ্দীন