কলকাতাতেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। এদিন প্রধান অনুষ্ঠানটি হয় কলকাতার স্মিথ লেন-এ অবস্থিত ‘বেকার হোস্টেল’-এ।
সকালে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুলের মালা দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার জকি আহাদ। এসময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংসদ মৃণাল কান্তি দাস এমপি, পশ্চিমবঙ্গের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির আহ্বায়ক গৌর সাহা, ডেপুটি হাইকমিশনের হেড অব চ্যান্সেরি মিঞা মহম্মদ মইনুল কবীর, ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মোফাকখারুল ইকবাল সহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা।
ছাত্রাবস্থায় বেকাল হোস্টেলের যে ঘর দুটিতে বঙ্গবন্ধু থাকতেন সেই ২৩ ও ২৪ নম্বর ঘর দুইটিও ডেপুটি হাই-কমিশনার ঘুরে দেখেন। পরে সাংবাদিকেদের মুখোমুখি হয়ে জকি আহাদ বলেন, বঙ্গবন্ধুর জীবনের আদর্শকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই দিনটিকে পালন করা হচ্ছে। তিনি আরও বলে বঙ্গবন্ধুর মতো নেতা যদি পৃথিবীতে না আসতেন তবে বাংলাদেশের অভ্যুদয় সম্ভব ছিল কি না সে বিষয়ে সন্দেহ আছে।
বিমান বসু বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ গড়ে তোলার জন্য যে কাজ করেছেন, যেভাবে বাংলাদেশের জাতির জনক হয়েছেন, বাংলাদেশ রাষ্ট্র গঠনে যে ভূমিকা তিনি রেখেছেন সেখানে বাঙালির ইতিহাস যতদিন থাকবে ততদিন সেই ইতিহাস জ্বলজ্বল করে মানুষের কাছে উদ্ভাসিত হয়ে থাকবে।
মৃণাল কান্তি দাস জানান, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির পিতাকে আওয়ামী লীগের তরফে, একজন জাতীয় সংসদ সদস্য হিসেবে গভীর শ্রদ্ধাজ্ঞলি নিবেদন করলাম।
বিকেলে কলকাতার গোর্কি সদনে বঙ্গবন্ধুর উপর চিত্রাংকন প্রতিযোগিতা এবং শিশু-কিশোরদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শণী আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৬/ রশিদা