হাওড়া উত্তর কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে। আর তাতেই শুরু হয়েছে দলের ভিতরে কোন্দল। ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী প্রত্যাহার না হলে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রভাবশালী নেতা উমেশ রাই ও তার অনুসারীরা।
আজ শুক্রবারই রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, উমেশ রাই বর্তমানে বিজেপি যুব মোর্চার রাজ্য সহসভাপতি।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন