পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় একপাল হাতির কবলে পড়ে পৃথক ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে আনন্দময়ী রায় [৬০ বছর] নামে এক নারীও আছেন। আজ সকালে এ ঘটনা ঘটে বলে বন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন। খবর পিটিঅাই'র
হাতির আক্রমণে নিহত বাকি দু'ব্যক্তি হলেন নারায়ণচন্দ্র মাঝি ও প্রকাশ বয়রা [৪০]। আনন্দময়ী রায় ও নারায়ণচন্দ্র মাঝি আজ সকালে মাঠে গেলে হাতির পালের আক্রমণের মুখে পড়েন। ঘটনাটি ঘটে জেলার ভাতার পুলিশ স্টেশনের আওতাধীন নাশিগ্রাম গ্রামে।
অপর ঘটনাটি ঘটে মন্তেস্বর পুলিশ স্টেশনের বাঘাসোল গ্রামে। প্রকাশ বয়রা নিজের জমি দেখতে গ্রামে এসে হাতির কবলে পড়ে প্রাণ হারান।
ওই বন কর্মকর্তা জানান, দামোদার নদী অতিক্রম করে ৫টি হাতির একটি দল বানকুরা এলাকা থেকে বর্ধমান এলাকায় ঢুকে এ কর্মকাণ্ড চালায়।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/শরীফ