ভয়াবহ আগুনের কবলে ভারতের কলকাতার বালিগঞ্জ সায়েন্স কলেজ। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৩টি ইঞ্জিন ও একটি ল্যাডার।
দাহ্য পদার্থে ঠাসা কলেজের ল্যাবরেটরিতে আগুন লাগলে দ্রুত তা অন্যত্র ছড়িয়ে পড়ে। ঠিক কী থেকে আগুন লেগেছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে, সর্ট সার্কিট থেকেই ওই কলেজের ল্যাবরেটরিতে আগুন লেগেছিল বলে অনুমান দমকলবাহিনীর। উক্ত ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কলেজ লাগোয়া এলাকায়।
বিডি-প্রতিদিন/ ২২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন