নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই সদস্য তাসকিন আহমেদ ও আরাফাত সানি যাতে খুব শিগগির ফিরে আসেন, সেই প্রার্থনা করে হোমযজ্ঞ করলো কলকাতার স্পোর্টস লাভার্স অ্যাসোশিয়েসন। বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দর সংলগ্ন যশোর রোডের ধারে এই মহাযজ্ঞের আয়োজন করে সংস্থাটি। তাসকিন ও সানির দ্রুত কামব্যাকের দাবিতে তারা শ্লোগানও দেয়। রীতিমতো বৈদিক ও হিন্দু শাস্ত্রমতে আধা ঘণ্টা ধরে চলে এই হোমযজ্ঞ।
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের দুই বোলার তাসকিন আহমেদ এবং আরাফাত সানিকে তাদের বোলিং অ্যাকশন অবৈধ বলে আখ্যায়িত করে তাদের আন্তর্জাতিক ক্রিকেটে সাসপেন্ড করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
স্বাভাবিকভাবেই চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নিষিদ্ধ হওয়ার ঘটনায় ভেঙে পড়েছে বাংলাদেশের অসংখ্য ক্রিকেট ভক্তরা। তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন। তাসকিনের ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা বাতিল করার জন্য বিসিবি-এর তরফে রিভিউ করা হলেও আইসিসি তাতে কর্ণপাত করেনি। উল্টো আগের সিদ্ধান্তেই অটল থেকেছে তারা। প্রতিবেশি দেশের এই ঘটনার রেশ এসে পড়েছে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গেও। এপারের ক্রিকেট ভক্তরাও বাংলাদেশের এই ঘটনায় যথেষ্ট হতাশ, ক্ষুব্ধ। কেউ কেউ আবার আইসিসি’র ভূমিকাকেও তোপ দেগেছেন।
স্পোটর্স লাভার অ্যাসোশিয়েসনের সেক্রেটারি দিবাকর রায় জানান, ‘যেভাবে তাসকিন ও সানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা সত্যিই দুঃখজনক। আইসিসি’র কাছে তাদের আর্জি বিষয়টি বিবেচনা করে শিগগিরি তাদেরকে কামব্যাক করানো হোক। আমরা ক্রিকেট ভক্ত, আমরা কোনো দেশের সমর্থক নই। আমরা চাই ভাল ক্রিকেটার ভাল জায়গা পাক এবং আইসিসি বিষয়টিকে নিয়ে নরম মনোভাব পোষণ করুক। এটাই আমাদের উদ্যেশ্য। এজন্যই আমাদের সংস্থার তরফে আজ যজ্ঞ করা হল। এই দুই ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞাকে অন্যায়-অবিচার বলেও মনে করেন তিনি। বাংলাদেশের ক্রিকেটের মানোন্নয়ন নিয়ে সন্তোষ প্রকাশ করে দিবাকর জানান ‘বাংলাদেশ ক্রিকেটে ক্রমশ উন্নতি করছে। বুধবার ভারতের বিরুদ্ধেও যথেষ্ট ভাল খেলেছে বাংলাদেশ টিম। এশিয়ার একটি টিম হিসেবে যেভাবে তারা উঠে আসছে সেটা সত্যিই গর্বের বিষয়। একটা নতুন টিম ভাল জায়গায় আসছে এটা তাদের কাছে বিগ অ্যাচিভমেন্ট’।
তবে তাসকিন এবং সানির সাময়িক নিষেধাজ্ঞা নিয়ে একটা পক্ষ থেকে যেভাবে ভারতের প্রতি বিদ্বেষমূলক আচরণ করা হচ্ছে তার প্রতিবাদ করেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট বিবেকানন্দ মজুমদার। তিনি বলেন, এখানে ভারতকে দোষারোপ করা ঠিক নয়। যে দুইজন ক্রিকেটারের ওপর শাস্তি বহাল করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির নিজ¯^ মতামত। আমরা এই নিষেধাজ্ঞাকে কোনভাবেই সমর্থন করি না। আমরা মর্মাহত। বাংলাদেশ আমাদের প্রতিবেশি, বাংলাদেশকে আমরা নিজেদের আত্মীয় পরিজন বলে মনে করি। ভারত তাদের পাশে আছে, ছিল থাকবে। আমরা দোয়া করছি যে এই দুই ক্রিকেটার যত শিগগিরি খেলার জগতে স্বমহিমায় ফিরে আসে তার জন্য যজ্ঞ করলাম।
পুরোহিত গণেশ ব্যানার্জি জানান, ‘একজন ক্রিকেট ভক্ত হিসাবে বাংলাদেশের এই দুই জনপ্রিয় ক্রিকেটারের ওপর সাময়িক নিষেধাজ্ঞায় আমি খুবই মর্মাহত। তারা যাতে শিগগিরি আবার ক্রিকেটে ফিরে আসে সেই দোয়া নিয়েই আজ বৈদিকভাবে এবং হিন্দু শাস্ত্রীয় মতে হোমযজ্ঞ করা হল’।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ, ২০১৬/ রশিদা