আসন্ন বিধানসভা নির্বাচনে আগে শুক্রবার থেকে ৭ দিনের জঙ্গলমহল (রাজ্যের বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ছোটোনাগপুর মালভূমির বন ও পর্বতময় অংশটির নাম) সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে আজ শুক্রবারই পশ্চিম মেদিনীপুরে জোড়া জনসভা করবেন তিনি।
দুপুরে প্রথমে লালগড়ে সভা করার কথা রয়েছে। পরে শালবনীতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে তৃণমূল প্রার্থী মৃগেন্দ্রনাথ মাইতির সমর্থনে পদযাত্রা রয়েছে মেদিনীপুর শহরে। সেই পদযাত্রাতেও অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। এরপর রাতটা খড়গপুরে কাটিয়ে আগামিকাল শিলদা, সাঁকরাইল, নয়াগ্রামে তিনটি জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। পরে যাবেন পুরুলিয়া ও বাঁকুড়তেও।
মাওবাদী হামলার আশঙ্কায় উপদ্রুত জঙ্গলমহলে ভোট নেওয়া হবে ২ দিনে। প্রথম পর্যায়ের ভোটগ্রহণ ৪ এপ্রিল, দ্বিতীয় পর্যায়ের ভোট ১১ এপ্রিল। প্রথম দিন ১৮টি আসনে ভোট নেওয়া হবে। আর দ্বিতীয়দিনে ভোটগ্রহণ হবে ৩১টি আসনে।
সূত্র: জি নিউজ
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৬/মাহবুব