আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন হিজড়া প্রার্থী ববি হালদার। লোকজন শক্তি পার্টি (এলজিপি) দলের প্রতীকে লড়বেন তৃতীয় লিঙ্গের প্রার্থী ববি (৩৯)।
এলজিপি’এর ভাইস প্রেসিডেন্ট রাম চন্দ্র পাসওয়ান জানান ‘এলজিপি’র প্রতীক নিয়েই ববি এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেক্ষেত্রে ববিই হলেন প্রথম হিজড়া যিনি পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনে লড়াই করতে চলেছেন। এর আগে ছত্রিশগড়ের রায়গড় পুরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন তৃতীয় লিঙ্গের মধু কিন্নর (৩৫)। শুধু তাই নয়, নির্বাচনে জিতে ভারতের প্রথম হিজড়া মেয়র হয়ে ইতিহাস তৈরি করেছিলেন মধু। তবে পশ্চিমবঙ্গে এই প্রথম।
এবারের নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রটিতে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। মমতাকে হারাতে এবার কোমড় বেধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস-সিপিআইএম’র জোট প্রার্থী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস সাংসদ দীপা দাসমুন্সি।
অন্যদিকে, বিজেপি’র হয়ে লড়াই করছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সদস্য নেতাজী সুভাষ চন্দ্র বসুর নাতি চন্দ্র কুমার বসু। নির্বাচনে জয়লাভ করতে ইতিমধ্যেই উভয় দলের প্রার্থীরাই জোরকদমে প্রচারণা শুরু করে দিয়েছেন। আগামী ৩০ এপ্রিল এই কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/শরীফ