বিজেপি নেতা রাহুল সিনহাকে ঘুষ দেওয়ার জন্য চেষ্টা করায় এএসআই শুভাশিস রায় চৌধুরী ও কনস্টেবল আমিনুর রহমানকে আটক করা হয়েছে। দুজনই কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মী। তাদেরকে সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ। তাঁদের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
রাহুল সিনহার অভিযোগ, বাংলাদেশে গরু পাচারের সমস্যা মেটানোর জন্য তাঁকে মোটা অঙ্কের টাকা দিতে চেয়েছিলেন ওই দুজন।
সাংবাদিক বৈঠকে রাহুল সিনহা জানিয়েছেন, আজ দুপুর ১টা নাগাদ তাঁর বাড়িতে যান ওই ২ পুলিশকর্মী। পুলিশের পরিচয় গোপন করেই যান তাঁরা। দেখা করতে চান গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। রাহুল সিনহার পিএ তাঁদের পার্টি অফিসে যেতে বলেন। পরে বিজেপি অফিসে গিয়ে ওই দুজন দেখা করেন রাহুল সিনহার সঙ্গে।
বিজেপি নেতার দাবি, বাংলাদেশে গরু পাচারের সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য তাঁকে মোটা টাকা দিতে চান ওই দুজন। রাহুল সিনহার দাবি, একথা শোনার পরেই দুজনকে থাপ্পড় মারেন তিনি। এরপরে খবর যায় জোড়াসাঁকো থানায়। পুলিশ এসে আটক করে দুজনকে। এরপরেই পরিচয় মেলে পুলিশ কর্মী হিসেবে তাদের।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন