ভারতের পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর প্রচার সভাতে উপস্থিত থাকবেন সিপিএম নেতৃবৃন্দ। রাজ্য সম্পাদকমণ্ডলীর কেউ না থাকলেও স্থানীয় স্তরের বাম নেতা ও প্রার্থীরা থাকবেন রাজ্যে রাহুলের প্রথম প্রচারে। কংগ্রেসের সহ -সভাপতি প্রথম দফায় একদিনের ঝটিকা সফরে রাজ্যে আসছেন ২ এপ্রিল। সেদিনই বর্ধমান ও বাঁকুড়ায় তিনটি সভা করে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কর্মসূচিই এআইসিসি থেকে জানানো হয়েছে৷
ওই সূচি অনুযায়ী দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে আসানসোল এলাকার কুলটি, বাঁকুড়া ও দুর্গাপুরে সভায় ভাষণ দেবেন তিনি। বিকেলে অন্ডাল থেকেই বিমানে দিল্লি ফিরে যাবেন। রাহুল গান্ধীর সভায় সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে৷
যদিও এ ব্যাপারে কোন দলের পক্ষ থেকেই কোন মন্তব্য করা হয়নি। কিন্তু স্থানীয় স্তরের সিপিএম নেতারা জানিয়েছেন, রাজ্য কমিটির নির্দেশে তাঁরা সভাগুলিতে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন কংগ্রেসের পাশাপাশি এলাকার সিপিএম প্রার্থীরাও।
আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী বলেন, 'রাজ্য কমিটি ও জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি এবং আমাদের দলের নির্বাচন প্রার্থীরা রাহুল গান্ধীর সভা মঞ্চে থাকবো। আমি ভাষণও দেব দলের নির্দেশ মেনে। ' রাহুল বাঁকুড়ায় সভা করলেও সেখান থেকে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিয় পাত্র অবশ্য থাকবেন না। দলীয় সূত্রে জানানো হয়েছে, অমিয় পাত্র তালড্যাংরায় নির্বাচন প্রার্থী। আর রাহুলের সভার দিন তাঁর শেষ প্রচার। ফলে তিনি থাকছেন না।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন