ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফ্লাইওভার ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। এ ঘটনায় আহতের সংখ্যা অর্ধশতাধিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কলকাতায় পোস্তা এলাকায় বিবেকানন্দ ফ্লাইওভার দুর্ঘটনায় নিহতের প্রতি কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের তরফ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। একইসঙ্গে প্রয়োজনে কলকাতায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পরিবারের সাথে যোগাযোগ কিংবা যেকোন সহায়তা প্রদানের জন্য উপ হাইকমিশনে একটি কন্ট্রোল রুম (২৪ ঘণ্টা) চালু করা হয়েছে। মিশনের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য ৯১-৩৩-৪০১২৭৫০০ এই নম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সিসিটিভি ফুটেজেই যে ছবি ধরা পড়েছে, তাতে ফ্লাইওভারটি ধসে পড়ার সময় ঘটনাস্থলে একাধিক গাড়ি, বাস, সিএনজি, হকার, সাধারণ যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে। স্বাভাবিক ভাবেই ধ্বংসস্তুপ (লোহার বিম)-এর নিচে আরও বহু মানুষ চাপা পড়ে। সবমিলিয়ে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও চলছে ধ্বংসস্তুপ সরানোর কাজ।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ, ২০১৬/মাহবুব