ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের মুখে সংবাদমাধ্যম। সোমবার সন্ধ্যায় শিলিগুড়িতে বাইচুং ভুটিয়ার সমর্থনে প্রচার গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ, সংবাদমাধ্যমগুলি ইচ্ছে করেই তাকে এবং তার দলকে 'বদনাম' করতে ভুল খবর প্রকাশ করছে।
এদিন তিনি একটি সংবাদ চ্যানেলের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'আজ সারাদিন নির্বাচনকে কেন্দ্র করে একটি চ্যানেল একটি খবর দেখিয়ে গেল, পরে আমি খোঁজ নিয়ে জানলাম, অনেকদিন আগে একটি ভিডিও ওরা দেখাছে। চ্যানেলটি আজ নির্বাচনের সন্ত্রাস প্রমাণ করতে বানিয়ে খবর করছে।' এদিন তিনি এই চ্যানেলের মালিকানায় থাকা দুটি সংবাদপত্রকেও আক্রমণ করেন। পাশাপাশি মালিকের নাম নিয়ে কটাক্ষ করে বলেন, 'কংগ্রেস সিপিএম এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মালিক তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করতে নেমে পরেছেন।'
সংবাদমাধ্যম ও বিরোধীদলগুলি তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছে বলে অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'অনেকেই লোভে পড়ে নিজের মাথা বিক্রি করে দিয়েছেন। বাধ্য হয়েছেন মাথা নিচু করতে। কিন্তু আমি মাথা নত করিনি কোনও স্বার্থের কাছে। কারও কাছে মাথা বিকিয়েও দেয়নি। তাই আমাকে নিয়েই যত কুৎসা করা হচ্ছে। আমার দলের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। যতই কুৎসা রটাও আমি কারো কাছে নিজের মাথা বিকবো না৷'
শিলিগুড়িতে প্রচারে গিয়ে তিনি আরও বলেন, 'আমি তৃণমূল কংগ্রেসকে আজ এই জায়গায় নিয়ে এসেছি আমার প্রতিভায়। মানুষের জন্য কাজ করেছি। মানুষের সমস্যা নিয়ে সবসময় ভেবেছি। কিন্তু কংগ্রেস, সিপিএম, বিজেপি মানুষের জন্য কিছু করতে তো চায় না। উল্টে তৃণমূলের অগ্রগতি দেখে ওদের হিংসা হয়। কিভাবে তৃনমূলকে কলুষিত করবে সেই চেষ্টায় থাকে ওরা।'
এদিন বাম-কংগ্রেস জোটকে ব্যঙ্গ করে মমতা বলেন, 'কমরেড এখন হয়ে দাঁড়িয়েছে কং-রেড। সাপে-নেউলে কখনও এক হয় না। তবুও কংগ্রেস -সিপিএম এক হয়েছে। শুধু মাত্র কয়েকজন নেতার সুবিধা করে নিতে কংগ্রেস-সিপিএম জোট হয়েছে। কংগ্রেসের লজ্জা করে না শুধু মাত্র কয়েকজন নেতার স্বার্থ দেখতে গিয়ে নিজেদের ঝাণ্ডা সিপিএমের হার্মাদ বাহিনীর কাছে বিক্রি করে দিয়েছেন।'
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন