সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জনতার মুখোমুখি হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতার সঙ্গে এবার 'চ্যাট' করা যাবে সরাসরি।
তৃণমূল সূত্রে খবর, আগামী ১৩ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে মমতা ফেসবুকে হাজির থাকবেন। ফেসবুকে এই প্রথমবার মানুষ তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন।
মমতা বন্দোপাধ্যায় নিয়মিত ফেসবুকে বিভিন্ন বিষয়ে মতামত দেন। এবার ভোটের আগে তিনি ফেসবুকে অন্যদের মতামত শুনবেন এবং উত্তর দেবেন।
সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৬/ রশিদা