বিধানসভার নির্বাচন চলাকালীনই কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। নিরপেক্ষ না থাকার অভিযোগে দেশটির জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজীব কুমারকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। কমিশনের তরফে বলা হয়েছে ভোট সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যেই রাজীব কুমারকে অপসারণ করা হলো।
গত কয়েকদিন ধরেই রাজীব কুমারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ আসছিল বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে। এ ব্যাপারে কমিশনকে আলাদা আলাদা করে অভিযোগও জানায় কংগ্রেস, সিপিআইএম, বিজেপি। পাশাপাশি কয়েকদিন আগেই বিজেপি নেতা রাহুল সিনহাকে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের দুই কর্মীকে দিয়ে ঘুষে অফার দেওয়ার ঘটনাতেও রাজীব কুমারের নাম জড়িয়ে পড়েছিল।
রাজীব কুমারের জায়গায় কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসার সৌমেন মিত্র। তিনি সিআইডি'র এডিজি পদে ছিলেন। মঙ্গলবারই রাজ্যটির মুখ্যসচিব বাসুদেব বন্দোপাধ্যায় নতুন কমিশনার হিসাবে সৌমেন মিত্রের নাম ঘোষণা করেন।
১৯৮৯ ব্যাচের আইপিএস রাজীব কুমার এর আগেও বারবার নানা বিতর্কে জড়িয়েছিলেন। তবে বাঁকুড়ার পুলিশ সুপারের পদ থেকে শুরু করে বিধাননগরের কমিশনারের পদে থাকার সময় পর্যন্ত বেশ কিছু সাফল্যের মুখও দেখেছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতেই কলকাতা পুলিশে কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রাজীব কুমার।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ