তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর শাসনে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব বাজে অবস্থায় পৌঁছেছে। সেইসঙ্গে ভারতে একমাত্র মমতার রাজ্যেই নারীদের বিরুদ্ধে নির্যাতন ও সহিংসা সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। আজ রাজ্যের সুজাপুরে বিধানসভা নির্বাচন সামনে রেখে এক নির্বাচনী সমাবেশে একথা বলেন তিনি। খবর দ্য হিন্দুর
সোনিয়া গান্ধী বলেন, 'পাঁচ বছর আগে আমরা তাকে বিশ্বাস করেছিলাম কিন্তু রাজ্যে ক্ষমতা গ্রহণের পরপরই তিনি তার সব নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে যান এবং জনগণকে তাদের প্রাপ্ত দেননি।' ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার দলের জোটের প্রসঙ্গ একথা বলেন তিনি।
সোনিয়া আরো বলেন, 'মুখ্যমন্ত্রী একজন নারী হওয়া সত্ত্বেও রাজ্যে নারীদের বিরুদ্ধে সহিংসা এই দেশের মধ্যে সর্বোচ্চ এবং এই রাজ্যে কোনো আইনশৃঙ্খলা নেই। কিন্তু মমতা সরকার এ নিয়ে উদ্বিগ্ন নয়।'
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৬/শরীফ