ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে বৃদ্ধদের অনেক বেশি সমস্যায় পড়তে হয়। এ কারণে কেউ কেউ ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে ভোট কেন্দ্রে যেতে পারেন না। আর এই সমস্যার কথা ভেবে বয়স্কদের ভোট কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগী হলো বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক বিমল গুহ সোমবার জানান, আমাদের ফোন করে জানালে আমরা বাড়ি গিয়ে বয়স্ক ভোটারদের নিয়ে আসবো। আবার বাড়ি ফিরিয়ে দিয়ে আসবো। মোট যে ভাড়া হবে, তার ওপর ২০ শতাংশ ছাড়ও দেওয়া হবে। আমরা চাইছি, যাতে কোনোভাবেই ভোটটা নষ্ট না হয়ে যায়।
২১ এবং ৩০ এপ্রিল কলকাতায় ভোট। সেই দু’দিনই এই পরিষেবা থাকছে। বিমল গুহ আরও জানিয়েছেন, এখন খুব গরম পড়েছে। এর মধ্যে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ট্যাক্সি চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। আমরা কলকাতার নগরপাল সৌমেন মিত্রকে চিঠি দিয়ে অনুরোধ করছি, যাতে ওই সময় কোনো চালক ট্যাক্সি না চালাতে চাইলে তার বিরুদ্ধে যেন মামলা করা না হয়। তার দাবি, কলকাতার রাস্তায় ট্যাক্সিচালকদের জন্য স্ট্যান্ড নেই। তাদের বিশ্রাম নেওয়ার কোনও জায়গা নেই। এই অবস্থায় দুপুরের রোদে ট্যাক্সি না চালাতে চেয়ে আমরা কোনো অন্যায় করছি না।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ রশিদা