ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় আগামীকাল বৃহস্পতিবার ৬২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তৃতীয় দফায় মোট ভোটার ১ কোটি ৩৭ লাখ ৪২ হাজার। মোট বুথের সংখ্যা ১৬,৪৬১টি। কলকাতায় উত্তেজনাপূর্ণ এলাকা ৩২৪ টি।
এই দফার ভোট হবে বর্ধমান (১৬), মুর্শিদাবাদ (২২), নদীয়া (১৭), কলকাতা উত্তর (৭) আসনে। মোট প্রার্থীর সংখ্যা ৪১৮ জন, এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৩৪ জন। কোটিপতি প্রার্থী আছেন ৬১ জন। ৮০ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঝুলছে।
তৃতীয় দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তৃণমূলের শশী পাঁজা, সাধন পান্ডে ও সুব্রত সাহা। তৃণমূলের অভিনেত্রী প্রার্থী নয়না বন্দোপাধ্যায়। সাবেক মন্ত্রী সিপিআইএম প্রার্থী আনিসুর রহমান ও দেবেস দাস। কংগ্রেস পরিষদীয় দলের নেতা মোহম্মদ সোহরাব, রাজ্যটির কংগ্রেসের সাবেক সভাপতি সৌমেন্দ্রনাথ মিত্র, বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারী প্রমুখ।
নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ করতে প্রতিটি জায়গাতেই থাকছে কেন্দ্রীয় বাহিনীরর কড়া নজরদারি। এই কেন্দ্রগুলোতে ৭০০ কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী থাকছে। এই দফায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মিলিয়ে এক লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। ফ্লাইং স্কোয়াডের গাড়ি থাকছে ১৯০টি। মাইক্রো অবজারভার থাকছেন ৩৩৭৬ জন। পাশাপাশি ক্যামেরা লাগানো গাড়ি বিভিন্ন এলাকায় ঘুরবে।
তৃতীয় দফার আগে রাজ্যটিতে প্রচারনায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, কেন্দ্রীয় পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী উমা ভারতী, সিপিআইএম’এর পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৬/মাহবুব