বিমানে এয়ার হোস্টেসের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে কলকাতা পুলিশ। এয়ার ইন্ডিয়ার বিমানটি আজ সকালে কলকাতা থেকে মুম্বাই যাচ্ছিল।
কলকাতা ২৪'র এক প্রতিবেদনে বলা হয়, আটক ওই বাংলাদেশি এয়ার ইন্ডিয়ার ইন্ডিগো ফ্লাইটে ২৩ বছর বয়সী এক এয়ার হোস্টেসের অগোচরে তার ছবি তোলেন ও ভিডিও করেন। এয়ার হোস্টেসের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বাংলাদেশি ওই যাত্রীকে আটক করে।
এদিকে, এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, অভিযুক্ত বাংলাদেশি ওই এয়ার হোস্টেসের শরীরের কিছু অংশের ছবি তুলছিল এবং ভিডিও করছিল।
বিমানবন্দর পুলিশ জানায়, ৩৮ বছর বয়সী আটক ওই বাংলাদেশির নাম অসীম ভৌমিক। তাকে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/শরীফ