মাঝরাতেও ঘুম নেই বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলীর। উত্তর হাওড়ার ঘিঞ্জি পথেঘাটে রাত একটায় তাকে দেখা গেছে স্টিয়ারিংয়ে। দলের দেওয়া বডিগার্ডদের খানিকটা দূরে রেখে স্থানীয় ‘গাইড’কে সঙ্গে নিয়ে চলছে নৈশ-অভিযান। সারাদিন প্রচারণা চালানোর পররাত তিনটা পর্যন্ত কেন্দ্র চেনার ‘হোমওয়ার্ক’ করে নিলেন তিনি। চিনে নিতে চেষ্টা করছেন সাবেক শহরের অলি-গলি-মন্দির-বাজার। রূপা বললেন, ‘‘গঙ্গাপারের এই এলাকার ‘সেবা’য় এখানেই ফ্ল্যাট কিনে থাকব আমি’’।
তিন দশক আগের টিভির দ্রৌপদীর কথা আজও দর্শকরা মনে রেখেছে। মাইক হাতে হিন্দিতে রূপা বললেন, ‘‘আমি সেই অগ্নিকন্যা দ্রৌপদী, এ রাজ্যের দুঃশাসন ঘুচিয়ে দিতেই যার জন্ম হয়েছে।’’
গেরুয়াপাড় সাদা শাড়ি পরিহিত রূপা রোড-শোয়ে নিজেই জিপ চালিয়ে যাচ্ছেন। ঘুপচি গলিতে চকিত হরিণীর ভঙ্গিতে ছুটে আশীর্বাদ চাইছেন। আবার আমজনতার মধ্যে ড্রামের তালে নাচেও তিনি সাবলীলতা ধরে রাখতে পারেন। রূপা যে সেনাবাহিনীর একে-৪৭ চালিয়ে লক্ষ্যভেদ করে এসেছেন, সে-গল্পও শুনছে হাওড়াবাসী। আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল, ২০১৬/ রশিদা