হামলা ও কারচুপির অভিযোগের মধ্যদিয়ে ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চম ধাপের বিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হয়।
পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা ও হুগলি এই তিনটি জেলায় ভোট অনুষ্ঠিত হয়। এতে ৪৩ জন নারী প্রার্থীসহ ৩৪৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
১৪ হাজার ৫০০ নির্বাচনী বুথে প্রায় ১ কোটি দুই লাখ মানুষ ভোট দেন। এসব ভোটের ফল প্রকাশ করা হবে আগামী ১৯ মে।
বিডি-প্রতিদিন/ ৩০ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন