দ্বিতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ফেরা শুধু সময়ের অপেক্ষা, এমনই জানালেন বর্তমানে সারদা কাণ্ডে জেলবন্দি প্রাক্তণ মন্ত্রী মদন মিত্র।
সোমবার এসএসকেএম থেকে তাকে ছুটি দেওয়া হয়। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাসী মদন মিত্র জানিয়েছেন যে, ২০০-র বেশি আসন পেয়ে আবারও মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়।
মদন আরো জানিয়েছেন, ‘সিপিএম ও কংগ্রেসের অনৈতিক জোটকে মানুষ প্রত্যাহার করবে। শুধু দলই নয়, নিজের জয়ের ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী প্রাক্তণ এ মন্ত্রী৷ বললেন, তার কেন্দ্র কামারহাটির মানুষও পুনরায় তাকেই জয়যুক্ত করবেন৷
বিডি-প্রতিদিন/ ০২ মে ১৬/ সালাহ উদ্দীন