বাংলাদেশ ভারত সীমান্তের বৈষ্ণব নগর থানার জানুপুর গ্রামে বোমা নিষ্ক্রীয় করতে গিয়ে পশ্চিমবঙ্গের দুই সিআইডি কর্মকর্তা নিহত হয়েছেন।
পশ্চিমবঙ্গের এক পুলিশ কর্মকর্তা জানান, উক্ত এলাকার গিয়াস শেখের বাড়িতে সোমবার রাত ১টার দিকে বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তিনজন মালদা মেডিকেল কলেজে মারা যান। আর সেখানে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রীয় করতে গিয়ে মিশ্র ও সুব্রত চৌধুরি মারাত্মক আহত হন। তাদের চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার সময় ফারাক্কার কাছেই তাদের মৃত্যু হয়।
এদিকে পুলিশের এসপি সৈয়দ ওয়াকার রাজা জানান, আহত আরও তিনজনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গিয়াস শেখ পলাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৩ মে ১৬/ সালাহ উদ্দীন