শুক্রবার যাদবপুর প্রাক্তন সংসদের হলে একটি সিনেমা দেখানোর কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তার অনুমতি দেয়া হয়নি।
এ নিয়ে শুক্রবার এবিভিপি সমর্থিত ছাত্ররা সিনেমা দেখানোর অনুমতি দেওয়ার দাবি জানিয়ে মিছিল করে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে আসে।
পরে অনুমতি না মেলায় বিশ্ববিদ্যালয়ের মাঠেই সিনেমাটি দেখানো হয়। পাল্টা অন্য একটি সিনেমা প্রদর্শনের আয়োজন করে অন্যন্য ছাত্র-ছাত্রীরা।
এরমধ্যেই এবিভিপির সঙ্গে অন্যান্য ছাত্র-ছাত্রীদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। এর এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এবিভিপির মিছিলে বহিরাগতরা ছিল এমন অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ে অন্য ছাত্র-ছাত্রীরা।
তবে পাল্টা অভিযোগ তুলেছে এবিভিপিও। পরে আবার যাদবপুরের এই কাণ্ডে মাঠে নামেন রূপা গাঙ্গুলিও।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/ হিমেল-০২