কলকাতায় তিন বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করেছে সেখানকার পুলিশ। কাজ দেওয়ার নাম করে নিয়ে এসে কলকাতার একটি বাড়িতে তাদের আটকে রাখা হয়েছিল। গতকাল তাদের উদ্ধার করা হয়েছে একটি সূত্র থেকে আজ বৃহস্পতিবার এ খবর পাওয়া গেছে।
সূত্র জানায়, উদ্ধার হওয়া তিন কিশোরী বাংলাদেশের বাসিন্দা। কাজ দেওয়ার নাম করে এ তিন কিশোরীকে সীমান্ত পেরিয়ে কলকাতায় নিয়ে আসা হয়। এরপর তাদের কলকাতার পতিতাপল্লী সোনাগাছি এলাকার নীলমণি মিত্র স্ট্রিটের একটি বাড়িতে আটকে রাখা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে কলকাতা পুলিশ অভিযান চালালে এ তিন কিশোরীর সন্ধান মেলে। এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্ধ্যা ঘোষ (৫০) ও যদু শ্যামল (৩৮) নামে দুজনকে আটক করা হয়। এ দুজন আন্তর্জাতিক নারী পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে মনে করছে কলকাতা পুলিশ।
উদ্ধার হওয়া কিশোরীদের একজনের বয়স (২০) এবং বাকি দুজনের বয়স (১৯)। তাদেরকে আপাতত একটি সরকারি হোমে রাখা হয়েছে।
উদ্ধার হওয়া কিশোরীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে। অন্যদিকে, আটককৃতদের আজ বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে পুলিশ জানায়।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ