কলকাতার যৌনকর্মীদের পুনর্বাসনে এগিয়ে এসেছে অ্যাপভিত্তিক ট্যাক্সি কোম্পানি 'উবের'। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের যৌনকর্মী ও তাদের প্রাপ্ত বয়স্ক সন্তানদের ট্যাক্সি চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। 'দুর্বার মহিলা সমন্বয় সমিতি' ও ‘উবের'র যৌথ উদ্যোগে তা বাস্তবায়িত হবে।
শুধু যৌনকর্মী নয়, রাজ্যের তৃতীয় লিঙ্গের মানুষদেরও গাড়ি চালানোর প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া গাড়ি কিনতে ব্যাংক ঋণের ক্ষেত্রেও সহযোগিতা করবে কোম্পানিটি।
যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের বিকল্প পেশায় নিয়ে আসার এ প্রচেষ্টা বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে। তাদের সমাজের মূল স্রোতের সঙ্গে একাত্ম করতে এ ধরনের প্রচেষ্টা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই বেশ কয়েকজন যৌনকর্মী প্রশিক্ষণ নিতেআগ্রহ প্রকাশ করেছেন। কয়েক দিনের মধ্যেই প্রশিক্ষণ শুরুর দিনক্ষণ ঠিক করা হবে।
বিডি-প্রতিদিন/১৩ মে ২০১৬/শরীফ