যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অশালীন মন্তব্য ঘিরে নিন্দার ঢল নেমেছে সমাজের বিভিন্ন মহলে।
শনিবার তিনি যাদবপুরের ছাত্রীদের ‘বেহায়া’ বলে সন্মোধন করেন। এখানেই শেষ নয় স্বভাবোচিত ভঙ্গিতে তিনি আরও জানান, বিশ্ববিদ্যালেয় মেয়েরাই ছেলেদের ঘাড়ের উপর এসে পড়ে৷ মান-সম্মান থাকলে ওখানে যাওয়া উচিত ছিল না বলেও ফরমান জারি করেন বিজেপি রাজ্য সভাপতি।
এদিকে এই বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে৷ এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ত্রিপর্ণা দে সরকারের অভিযোগ, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ফিরিয়ে আনতে চাইছে বিজেপি সরকার৷ তারা মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে৷
এদিকে পরিচালক তরুন মজুমদার রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ‘অশিক্ষিত’ বলেই সন্মোধন করেছেন৷ সমাজকর্মী শাশ্বতী ঘোষের প্রশ্ন, মহিলারা ‘হায়া নাকি বেহায়া’ তা বিচারের ক্ষমতা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পান কোথা থেকে?
তবে বিজেপি যে এখন শুধু মহিলাদের আক্রমণের নিশানা করছেন এমন নয়৷ এর আগেও দিলীপ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ‘জুতো পেটা’ করার হুমকি দিয়েছিলেন৷ এমনকি বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র নেতা ‘পা কেটে নেওয়ারও’ হুঁশিয়ারী দিয়েছিল৷
বিডি প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ হিমেল-২৫