ভারতের বাংলাভাষী রাজ্যটির ক্ষমতার চেয়ারে টানা দ্বিতীয় দফায় বসতে যাচ্ছেন মমতা ব্যানার্জি। সাধারণ নির্বাচনের পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে মমতার তৃণমূল কংগ্রেস।
১৯ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার তিন দিন আগে সোমবার প্রকাশিত একাধিক বুথফেরত জরিপে (এক্সিট পোল) এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছয় দফায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের সময় এ বুথফেরত জরিপ চালায় ভারতের আলোচিত গবেষণা সংস্থা ‘সিভোটার’ ও ‘ইন্ডিয়া টুডে’।
২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গের বিধানসভায় সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতায় প্রয়োজন হয় ১৪৮ আসনের।
সিভোটার মতে, মমতার তৃণমূল কংগ্রেস এবার ১৬৭টি আসন পেতে যাচ্ছে। আর কমিউনিস্ট পার্টি-মার্কসিস্ট (সিপিএম) ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জোট পাচ্ছে ১২০ আসনের মতো।
যদিও সংবাদ প্রতিষ্ঠান ইন্ডিয়া টুডের বুথফেরত জরিপ মমতার দল একেবারে প্রায় আড়াইশ (২৪৩) আসন পাচ্ছে বলেই পূর্বাভাস দিচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৭ মে ১৬/ সালাহ উদ্দীন